
কামরুল হাসান:
এইতো কয়েক দিন আগে ইনকিলাব মঞ্চের মূখপাত্র এবং জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের অগ্রনায়ক শরিফ ওসমান হাদি ওপারে চলে গেলেন। নিঃসন্দেহে তিনি একজন অপার সম্ভাবনাময় মেধাবী তরুণ নেতা ছিলেন।
চলে গেলেন মানে-তিনি আততায়ীর গুলিতে মারা গেলেন। অর্থাৎ, তাকে মারা হলো। সুতরাং, তিনি শহীদ হলেন। অতএব, তাকে শহীদ হাদি বা বীর বিপ্লবী শহীদ হাদি বলতে পারি। আমরা বিভিন্ন মাধ্যমে জানি যে, শহীদদের মরন নেই। তারা কখনো মরে না। এটা ঠিক। কিন্তু, তার মৃত্যুটা স্বাভাবিক ছিলনা। তা তার মৃত্যুর কারন বিশ্লেষন করলেই পাবো। এই হাদিদেরই শুধু নয়, দেশের কোন লোকেরই স্বাভাবিক মৃত্যুর কোনই গ্যারান্টি নেই। মানবাধিকার আজ বড়ই অসহায়। তাই মানবতা মরছে অহরহই।
কামরুল হাসান, ০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদকর্মী, ফিচার ও কলাম লেখক।