
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। দারুল আজহার ইনস্টিটিউট (ডিএআই), শ্রীমঙ্গল ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) ডিএআই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা মোঃ সোহাইল আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল আমান দারুল উলূম মাদরাসা ও বায়তুল আমান জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ খায়রুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ কাওছার আহমেদ, মোঃ মাহমুদুল হাসান শান্ত, মোছাঃ নাদিয়া আক্তার, মোছাঃ তানজিলা আক্তার, মোঃ আজিজুল ইসলাম মাহিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে দারুল আজহার ইনস্টিটিউট ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে বলে জানান অতিথিবৃন্দ।