খায়রুল ইসলাম সুইট ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী :
রাজশাহী বিভাগের কুমারপাড়া এলাকায় উত্তাল পরিস্থিতির মধ্যে বিক্ষুব্ধ জনতা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ভেঙ্গে গুরিয়ে দিয়েছে।

১৮ ডিসেম্বর শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর বিক্ষুব্ধ জনতা বুলডোজার/ক্রেন নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পরে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সর্তকতা ও উত্তেজনা নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করছে বলে জানিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে।

বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙ্গে খান্ত হয়নি যে যেভাবে পারছে অফিসের যাবতীয় আসবাব পত্র লুট করে নিয়ে গেছে।
বিক্ষুব্ধ কারীরা ভীমের রড কেটে নিতে দেখা যাচ্ছে।
এ হতাহতের কোন খবর পাওয়া যায়নি।