1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মামুন স্মৃতি পাবলিক স্কুলে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধ:নমিত মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ সীমিত জমি থেকে খাদ্য উৎপাদন বড় চ্যালেঞ্জ: কৃষিবিদ আব্দুল ওয়াদুদ” উল্লাপাড়ায় বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ নিতপুর সীমান্তে মালিকবিহীন ভারতীয় গরু আটক গভীর শ্রদ্ধাঞ্জলি ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে—ত্রিশালের শতাধিক মৎস্য চাষি বিপাকে জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত রশিদবিহীন লেনদেন না করার পরামর্শ দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত রশিদবিহীন লেনদেন না করার পরামর্শ দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌর যুব বিভাগের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৬) সকাল ১১টায় পৌর যুব বিভাগের সভাপতি আবু নোমান মুয়িন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইফ উদ্দিন-এর সঞ্চালনায় র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুব বিভাগের সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন চৌধুরী মুরশেদ বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার এক অনন্য প্রতীক। ১৯৭১ সালের এই দিনে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই বিজয় শুধু উৎসবের নয়, বরং আত্মসমালোচনা ও দায়িত্ববোধের দিন।”
তিনি আরও বলেন, “আজকের যুব সমাজই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যুবকদের নৈতিকতা, দেশপ্রেম ও আদর্শিক দৃঢ়তায় নিজেদের গড়ে তুলতে হবে। সমাজ থেকে অন্যায়, অনৈতিকতা, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।
”তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক—ব্যক্তিস্বার্থ নয়, দেশ ও জাতির কল্যাণকে সর্বাগ্রে রাখা। যুবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
র‍্যালি ও সমাবেশে জামায়াতে ইসলামী পৌর যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট