
মোঃ রমজান হোসেন নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় মহাদেবপুর মডেল স্কুলের মোড় থেকে র্যালীটি শুরু হয়ে ডাক বাংলা মাঠ প্রদক্ষিণ করে। মডেলের মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

জেলা জামায়াতে ইসলামের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের জেলা শুরা সদস্য ও মহাদেবপুর উপজেলার আমীর আব্দুল আজিজ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি পদপ্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী বলেন, গত ৫৫ বছর যাবত অনেকবার আমরা বিজয় দিবস পালন করেছি, কিন্তু এখনো আমাদের ১৮ কোটি মানুষের মুক্তি বা বিজয় আসে নি।
যুগ যুগ ধরে এই উপমহাদেশে অনেক ফ্যাসিস্টরা ছিল, সবাই বিদায় নিয়েছে৷ কিন্তু এখনো অনেকে নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করছে। তাদের বিগত ফ্যাসিস্ট থেকে শিক্ষা নেওয়া উচিত।
তিনি আরো বলেন, আসুন এই বিজয় দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ।
বক্তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সুস্থতা কামনা করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।