রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে হৃদয়ে স্বাধীনতা চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের জন্য হৃদয়ে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণের পর পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, ডোমার প্রেস ক্লাব, ডোমার রিপোর্টার্স ক্লাব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে ডোমার হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ প্রদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ, দোয়া মাহফিল এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী, সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন,ডোমার রিপোর্টার্স ক্লাব সভাপতি রতন রায়,প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।