
নিজস্ব প্রতিবেদক
আবু নওশাদ—নির্বাহী ম্যাজিস্ট্রেট। নামটি আজ কেবল একজন সরকারি কর্মকর্তার পরিচয় নয়, বরং সাহস, সততা আর রাষ্ট্রের পক্ষে দাঁড়ানোর প্রতীক। দীর্ঘদিন ধরে বিমানবন্দরকে ঘিরে যে অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছিল, তা ভাঙার দৃশ্যমান উদ্যোগ আমরা দেখেছি একজন মানুষকেই সামনে রেখে। প্রশ্ন জাগে—একজনই কি যথেষ্ট ছিলেন? উত্তর সম্ভবত হ্যাঁ, যদি রাষ্ট্র তার পাশে থাকে।
বিমানবন্দর মানেই আন্তর্জাতিক মান, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতিচ্ছবি হওয়ার কথা। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। লাগেজ চুরি, যাত্রী হয়রানি, অবৈধ সুবিধা আদায়—এসব যেন নিত্যদিনের সংস্কৃতি হয়ে উঠেছিল। বছরের পর বছর এই অনিয়ম চলেছে, সবাই জেনেছে, কিন্তু কেউ থামায়নি। কেন? কারণ অনিয়মের শেকড় ছিল গভীরে, আর সেই শেকড়ে হাত দেওয়ার সাহস খুব কমজনই দেখাতে পেরেছে।
আবু নওশাদ সেই সাহস দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন—আইন প্রয়োগের জন্য সংখ্যার নয়, নৈতিক শক্তির প্রয়োজন। একা দাঁড়িয়েও যে পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দেওয়া যায়, সেটাই তিনি দেখিয়েছেন। কিন্তু এখানেই শুরু হয় আরেকটি ভয়ংকর বাস্তবতা—সততার নিরাপত্তা।
যখন একজন কর্মকর্তা একা একটি শক্তিশালী সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ান, তখন অনিয়ম কমে, কিন্তু ঝুঁকি বাড়ে। তার ব্যক্তিগত নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। ইতিহাস বলে, এই সমাজে দুর্নীতিবিরোধী লড়াই মানেই ব্যক্তিগত ঝুঁকি। আজ আবু নওশাদের ক্ষেত্রেও সেই আশঙ্কা অমূলক নয়। কারণ যারা অবৈধ সুবিধা হারায়, তারা চুপ করে বসে থাকে না।
প্রশ্ন হলো—রাষ্ট্র কি এবারও চুপ থাকবে? নাকি একজন সৎ কর্মকর্তাকে একা ফেলে দেওয়ার পুরোনো অভ্যাসই চলবে? যদি আবু নওশাদের মতো কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভোগেন, তবে ভবিষ্যতে কে এই দায়িত্ব নিতে সাহস করবে?
একজন আবু নওশাদ বিমানবন্দরের অনিয়ম দূর করতে যথেষ্ট—এটা তিনি প্রমাণ করেছেন। কিন্তু একজন আবু নওশাদকে নিরাপদ রাখতে পুরো রাষ্ট্রযন্ত্রের সদিচ্ছা দরকার। না হলে আমরা আবার সেই পুরোনো অনিয়মের চক্রেই ফিরে যাব, যেখানে সৎ মানুষরা নীরব আর দুর্নীতিবাজরা সাহসী হয়।
আজ আবু নওশাদের পাশে দাঁড়ানো মানে কেবল একজন কর্মকর্তাকে সমর্থন করা নয়—এটা রাষ্ট্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভবিষ্যতের পক্ষে দাঁড়ানো। রাষ্ট্র যদি তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সেটি শুধু একজন কর্মকর্তার ব্যর্থতা নয়, পুরো ব্যবস্থার পরাজয় হবে।
-আল আমিন মিলু
লেখক,গবেষক, রাজনৈতিক বিশ্লেষক ও
আহ্বায়ক গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর