
কামরুল হাসান:
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ওই দিন ছিল বাঙালি জাতির জন্য এক কঠিন পরিস্থিতি। ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এক অভিশপ্ত দিন। দূর্ত পশ্চিমা বাহিনী সুনিশ্চিত পরাজয়ের খেদ মেটাতে মরিয়া হয়ে ওঠে। বীর বাঙালি জাতিকে মেধা শূণ্য করতেই বিজয়ের ঠিক দু’দিন আগে মরণ কামড় দিয়ে বসে হায়েনারা। ওদের বিষ দাঁতের আঘাতে ক্ষত-বিক্ষত হয়ে প্রাণ হারান দেশমার্তৃকার সূর্য সন্তানরা। কৌশলগত কারনে তারা বেছে বেছে তুখোড় মেধাবী ছাত্র-শিক্ষক, জ্ঞানী-গুনী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, চলচ্চিত্র নির্মাতা ও পরিচালকসহ অনেককেই হত্যা করে। পাকিস্তানি বাহিনীর এ নির্মম, নিঃঠুর, জঘন্য, বর্বর ও কা-পুরুষোচিত কর্মকান্ডে তাঁরা শহীদ হন। ফলে জাতি মেধাবী ও জ্ঞানী-গুণীসহ অনেককেই হারায়। তাই প্রতি বছর ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। (লেখক: কামরুল হাসান #০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদকর্মী, কলাম ও ফিচার লেখক)