
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার)। পুলিশ সুপার মহোদয় অংশগ্রহণকারীদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা ও জনসাধারণের সঙ্গে সুন্দর আচরণ বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়া পুলিশ সুপার মহোদয় যানবাহন পরিদর্শন ও চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান শেষে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা (প্রশাসন ও অর্থ), মোঃ হাফিজুর রহমান (ক্রাইম ও অপস্) মোঃ নাজরান রউফ (সিরাজগঞ্জ সার্কেল), সাইফুল ইসলাম খান (রায়গঞ্জ সার্কেল), মোঃ হাফিজুর রহমান (শাহজাদপুর সার্কেল) এবং সহকারী পুলিশ সুপারগণসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।