
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,নরসিংদীতে সবচেয়ে বড় সমস্যা রায়পুরা উপজেলা। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি এবং হাতিয়ার রয়েছে।

তাই সেনাবাহিনী,র্যাব পুলিশসহ সকল বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে টেটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার দুপুরে নরসিংদী জেলা কারাগার ও নরসিংদী পুলিশ লাইন পরিদর্শনকালে তিনি এসব কথা

বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,চব্বিশের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়,অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে,আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, জেলখানায় আটক কয়েদিদের মধ্যে বেশিরভাগই মাদক মামলার আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদক মামলার কয়েদিদের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে। নির্বাচন নিয়ে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবনা রয়েছে, পাশাপাশি পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধির তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন,ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক,জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এছাড়াও সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন ,হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন।