
কামরুল হাসান:
মন শব্দের মানে হলো-অন্তর। একে হৃদয়, পরান ও আত্মা নামেও অভিহিত করা হয়েছে। প্রসঙ্গতই বলতে হচ্ছে যে, এটি নিছক কোন পণ্য নহে। তবুও এর দাম রয়েছে বৈকি! জ্ঞানী, দার্শনিক, তাত্তি¡ক, সাধক ও ভাবুকদের মতে-এরও দাম রয়েছে। তবে, বাজারি কোন কাগজি বা দাতব মুদ্রায় নয়। বরং, মনের দামে! হয়তো- এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, এটা আবার কেমন কথা! হ্যাঁ, এটা একটা কথাই। শুধুমাত্র কথার কথা নয়। ধরেন-কোন ব্যক্তির মনের সাথে অন্য কারোর মনের মিল হলো না। ঠিক তখন থেকেই প্রথম জন দ্বিতীয় জনকে এড়িয়ে যেতে থাকবে। আবার, গুরুত্বপূর্ণ কোন বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌছার জন্য গ্রাহ্যজনদের মতামতের প্রয়োজন দেখা দিল। সে ক্ষেত্রে কেউ হয়তো ভিন্ন মত পোষণ করে বসলো। তখনও কিন্তু ওই ব্যক্তিকে সংকীর্ণ মনের অধিকারী বলে থাকি। অপর দিকে, বিশেষ ক্ষেত্রে এক জন অন্য জনকে এই বলে দোষারোপ করে যে, তুমি আজও আমার মন বুঝলেনা। আমার মনের কোন দামই দিলেনা। তাই, তোমার সাথে আমার আর কোন সম্পর্ক নেই। সুতরাং, মন পেতে হলে- মন দিতে হয়। মনের দামও দিতে হয়। অতএব, মনের বিনিময় করতে হয়। মন দিয়ে মন জয় করতে হয়। এমন কি, মনের দামেই মন কিতে হয়! প্রিয় পাঠক- হয়তো এতক্ষনে বুঝে এসেছে নিশ্চয়! (লেখক: কামরুল হাসান, ০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদকর্মী, ফিচার ও কলাম লেখক)।