
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলায় নবনিযুক্ত অফিসার্স ইনচার্জবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি নবনিযুক্ত অফিসার্স ইনচার্জদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের সেবায় নিজেদের সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমান; এবং অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেলের মোঃ নাজরান রউফ উপস্থিত ছিলেন।