
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির
সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ফয়জুর কবীর তালুকদার শাহীন।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান ভোলা, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ,
রবিউল ইসলাম সদস্য সচিব উপজেলা যুবদল, রমজান আলী আহ্বয়ক সরিষাবাড়ী পৌর যুবদল,
মোরশেদ আলম তালুকদার জেএফসিএল সিবিএ সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল, মাসুদ পারভেজ জোসনা
সাবেক চেয়ারম্যান ডোয়াইল ইউনিয়ন পরিষদ, আব্দুল মজিদ আহ্বায়ক উপজেলা কৃষক দল, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন ফকির, উপজেলা বিএনপি সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মামুনুর রশীদ ফকির, উপজেলা বিএনপি সহ-সভাপতি চান মিয়া চানু প্রমুখ। দোয়া মাহফিলটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- পোগলদিঘা ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ।