1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতার পরাধীনতা নরসিংদীর রায়পুরায় সন্ত্রাসী দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে নরসিংদীতে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত সরিষাবাড়ীতে ভিজিডি কার্ড ও চাল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিক তদন্তে নানা অনিয়ম ডোমারে আওয়ামীলীগ নেতার দাপটে সড়ক সংস্কারের কাজ বন্ধ রাজনীতির নতুন সংকট: বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নির্বাচন—একটি বিশ্লেষণ দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন।

উপকারীর অভাব নয়, উপকার স্বীকারকারীর সংকটই বড়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মানুষ সামাজিক জীব—এটি শুধু সমাজবিজ্ঞানের একটি সংজ্ঞা নয়, বরং আমাদের সভ্যতার ভরকেন্দ্র। সমাজে টিকে থাকার জন্য মানুষ মানুষের পাশে দাঁড়ায়, বিপদে এগিয়ে আসে, অন্যের দুঃসময় ভাগ করে নেয়—এভাবেই মানবিকতা বিকশিত হয়। কিন্তু দুঃখজনক সত্য হলো, আজকের বাস্তবতায় উপকার করার মানুষের অভাব যতটা নয়, তার চেয়েও বড় সংকট হলো উপকারের মূল্যায়ন করতে পারে—এমন মানুষের অভাব।

অনেকেই অভিযোগ করেন, “এখন মানুষ বদলে গেছে, কেউ কাউকে সাহায্য করতে চায় না।” কিন্তু সত্যিটা হলো, মানুষ সাহায্য করতে চায়, সুযোগও পায়—কিন্তু অসংখ্য তিক্ত অভিজ্ঞতা তাদেরকে পিছিয়ে দেয়। কারণ এই সমাজে উপকার করলে অনেক সময়ই দু’টি বিপদের মুখোমুখি হতে হয়—
এক, উপকারের স্বীকৃতি পাওয়া যায় না।
দুই, স্বীকৃতি তো দূরের কথা, উপকারকারী পরেই অপমান, অবহেলা কিংবা বিশ্বাসঘাতকতাও সহ্য করতে হয়।

এমন বাস্তবতা মানুষকে ধীরে ধীরে স্বার্থপর করে তুলেছে।
মানুষ ভাবে—“যার জন্য করলাম সেই-ই ভুলে গেল, ভবিষ্যতে আবার অকৃতজ্ঞতার শিকার হতে হবে কেন?”
ঠিক এই ভয় মানুষের ভিতর থেকে মহত্ব, উদারতা আর মানবিকতার শক্তিকে ক্ষয়ে দিচ্ছে।

উপকার গ্রহণ করেও কৃতজ্ঞতা প্রকাশ না করা শুধু ব্যক্তিগত ত্রুটি নয়—এটি একটি সামাজিক ব্যাধি। কৃতজ্ঞতার অভাব মানুষের চরিত্রকে খাটো করে এবং সমাজের পারস্পরিক সহমর্মিতাকে দুর্বল করে। যারা উপকার করে তারা চায় না স্লোগান, চায় না প্রচার; তারা শুধু চায় সামান্য একটুখানি সম্মান, একটি ধন্যবাদ, একটি মানবিক স্বীকৃতি।
কিন্তু সেটুকুও যখন পাওয়া যায় না, তখনই মানুষ নিজের দরজা বন্ধ করে দেয়।

অথচ একটি কৃতজ্ঞ “ধন্যবাদ” মানুষের মনকে বদলে দিতে পারে, বিপদের দিনে শত গুণ বেশি পাশে দাঁড়ানোর শক্তি দিতে পারে।
উপকারের প্রতিদান উপকার দিয়ে দিতে না পারলেও উপকারের সম্মান প্রতিটি মানুষেরই দেওয়া উচিত।
কারণ অন্যের উপকার স্বীকার করা মানে নিজের মানবিকতাকে বাঁচিয়ে রাখা।

সমাজকে যদি আরও মানবিক, আরও সহমর্মী করতে চাই—তাহলে শুধু উপকারীর সংখ্যা বাড়ালেই হবে না, বাড়াতে হবে উপকারের মূল্যায়ন করার মানুষও।
সেটাই হবে আমাদের নৈতিক উন্নতির প্রথম ধাপ।

যে সমাজ কৃতজ্ঞতা জানে, সে সমাজ কখনোই মানবিকতার সংকটে পড়ে না।
আর যে সমাজ উপকারীর মর্যাদা দেয় না—সে সমাজ ধীরে ধীরে নিজের মানবিক শিকড় হারিয়ে ফেলে।

আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট