
কামরুল হাসান
অনাদি কাল ধরে প্রবাহমান জীবন নদীর ধারা
কখন অতল গহিন কখনবা শুকনা খরা,
নদী মরিয়া গেলেও চিহ্ন তার রেখে যায়
হয়তো ঘটনাক্রমে কোন ক্ষনে ফের গতি পায়\
দেখিবে সে ভিন্ন পথে চলিছে অগ্রজের মতে
দক্ষিনের রেখে যাওয়া কাজ ভার সম্পন্ন কত্তে,
কতইনা ঘাত প্রতিঘাত সয়ে যন্ত্রনার কষ্ট উপর্যুপরি
আমরা হলাম বড় দায়ী পূর্ববর্তীদের যোগ্য উত্তরসুরি\