নিজস্ব প্রতিবেদক
জামালপর জেলা ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক ও টাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০'র সদস্য হাসেম ড্রাইভার মৃত্যুবরন করায় তার পরিবারকে পরিবহনের কল্যান তহবিল হতে ৫০ হজার টাকার চেক তার মেয়ের নিকট হস্তান্তর কর হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছনকান্দা ফেরীঘাট প্রধান কার্যালয়ে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই চেক হস্তান্তর করা হয়।
জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০'র সভাপতি আঃ মোত্তালেব বলেন, হাসেম ড্রাইভার মৃত্যুবরণ করায় কল্যাণ তহবিল হতে তার মেয়ের হাতে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।