সিরাজগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনটিতে বিএনপি প্রার্থীকে কেন্দ্র করে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো। অবশেষে ত্যাগী ও পরীক্ষিত নেতা সেলিম রেজাকেই মূল্যায়ন করলো দল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির ফাঁকা রাখা ৩৬ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেনমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে সিরাজগঞ্জ-১ আসনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নাম ঘোষণা করা হয়। সেলিম রেজা ২০২০ সালের উপ-নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।
আসনটিতে বিএনপির প্রার্থী হয়ে মাঠের লড়াইয়ে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকরা রানা এবং কণ্ঠশিল্পী কনকচাঁপা। নাজমুল হাসান রানা জেলার রাজনীতিতে সক্রিয় থাকলেও দলের দুঃসময়ে কনকচাঁপাকে কখনোই মাঠে দেখা যায়নি বলে অভিযোগ ছিল নেতাকর্মীদের।
তৃণমূল নেতাকর্মীদের দাবী ত্যাগী নেতা মনোনয়ন পেলে ৫৪ বছরের রেকর্ড ভেঙ্গে আসনটি বিএনপির ঘরে উঠবে। এদিকে সেলিম রেজা মনোনয়ন পাওয়ায় নেতাকর্মদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
•