
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বহুল আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিম (৪০)–কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে সলংগা থানার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সকাল ৮টার দিকে পশ্চিম দুয়ারী গ্রামের নিজ শয়নকক্ষ থেকে পিয়ারা খাতুনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার পরপরই নিহতের স্বামী আব্দুল আলিম ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা মো. হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা (নং–১৩, তাং: ২৮/১১/২০২৫, ধারা ৩০২/৩৪) দায়ের করেন।
মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে র্যাব-১২। অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস দল হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি রতনকান্দি উত্তরপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।