কামরুল হাসান
ধান্ধার ঘোরে পড়ে আজ চোখ সবার আন্ধা
ভুলে গেছি কবে আমরা কার যে বান্দা,
কলা ভেবে মূলা দেখেই পড়েছি বড় লোভে
বেকুব বনার দু:খেরে ভাই ছাতি ফাটে ক্ষোভে\
ধান্ধাবাজির এ দুনিয়ায় সবাই যার যার পথে
খাচ্ছি দাচ্ছি বেশ করছি চলছি নানান মতে,
মাথা খালিতো পেট খালি পেট খালিতো মাথা
ঘুর প্যাচের কঠিন কথা বুঝিনা কিছুই ছাতা\
তবে পকেট ফোলাতো বুক ফোলা এটা বুঝি ঢের
দু’ আঙ্গুলে পকেট খুললে পাছে পিঠে পাবে টের,
তবুও ভাই পেটের দায়ে করে সবে ধান্ধা
কষ্ট তাদের সারা জনম তাই আজীবনের কান্দা\
বড় হবে উপরে উঠবে ফুলবে আঙ্গুল ফুলবে ব্যাংকের খাতা
বুড়ি বাড়বে তাই খিদে বাড়বে খাবে যে লতা পাতা,
প্রতিযোগিতার মাঠে যদি কেউ ভাঙে নিয়ম নীতি
শাস্তি পাবে সাজা পাবে এটাই হলো রীতি\