
কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামের জিরা বাপের গুণধর পুত্র আলমাছ আলী (৫২)। বহুবিদ গুণে গুণান্বিত আলমাছ আলীকে এলাকার লোকজন সোজা সাপটা মন্তব্য করে বলে ‘ছেলে একখান বটে!’ এর যথেষ্ট কারনও রয়েছে- বছর দুয়ের বেশি হলো এক ছেলে ও তিন মেয়ে রেখে তার স্ত্রী মারা গেছে। ছেলে-মেয়েরা যার যার মত সংসার করছে। নাতি-নাতনীর সংখ্যাও অনেক। তার বিষয়ে কোন কিছু জানতে চাইলে এলাকার সবাই একযোগে অকপটে অতীত কাহিনী শুনিয়ে দিবে। এইতো ৩০ নভেম্বর রাতের ঘটনা। সুযোগ বুঝে এক বয়স্ক বিধবা প্রতিবেশীর ঘরে ঢ‚কে। ওই মহিলা তার সাথে তাল না মেলালে রীতিমত টানা-হেঁচড়া শুরু করে। কিন্তু মহিলাটির চরিত্র ভালো বিধায় লম্পটটিকে কোন পাত্তাই দেয় নি। পরে নিকট প্রতিবেশীরা কিছু আঁচ করতে পারে ভেবে এক পর্যায়ে ছেড়ে যায়। পরের দিন ভোরে ভুক্তভোগি নিজেই বাড়ির লোকজনের কাছে রাতের ঘটনা খুলে বলে। বেলা বাড়ার সাথে ঘটনাটি রটনায় পরিনত হয়। অবশেষে পরের রাতে আশ-পাশের লোকজন বসে আলমাছ আলীকে চাপ দেয়। এতে সে প্রতিজ্ঞা করে যে, আর কখনও এমন হেন কাজ করবে না। উল্লেখ্য, অতীতে সে অনেক ঘটনাই ঘটিয়েছে। তার নানান কু-কীর্তির কথা বলে কয়ে শেষ করা যাবে না।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২