নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার দুপুরে তিনি শহরের একডালা গ্রামে শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমনের পরিবারের বাড়িতে গিয়ে ফলমূল ও আর্থিক সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার প্রতিটি ক্ষেত্রে সরকারের পাশে রয়েছে। শহীদ লতিফ, সুমন ও অন্যান্য শহীদরা যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ করেছেন, আমরা সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাব। আমরা সকলে মিলে একটি সুখী, সমৃদ্ধ, উন্নয়নশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।”
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।