
সিরাজগঞ্জ প্রতিনিধি :
গণতন্ত্রের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এক আবেগঘন দোয়া মাহফিল ও ছাগল সদকার আয়োজন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার এতিমখানায় এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। উপস্থিত এতিম শিশুদের সামনে ছাগল সদকা দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো. মুফতি নুর নবীর পরিচালনায় শুরু হয় দোয়া মাহফিল। আবেগঘন পরিবেশে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নেত্রীর রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন উপস্থিত জনতা। মুফতি নুর নবী দোয়া পরিচালনার সময় বলেন, যে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, যে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আজীবন লড়েছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা আল্লাহপাক দ্রুত ফিরিয়ে দিন।
বাদ মাগরিব সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মির্জা মোস্তফা জামান গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের গর্ব, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে, আমরা তাঁর আশু রোগমুক্তি কামনা করছি। দেশবাসীর প্রত্যেক মুসলমানের কাছে তাঁর জন্য দোয়া চাইছি। তিনি সুস্থ হয়ে আবারও গণমানুষের পক্ষে দৃঢ় কণ্ঠে কথা বলুন এটাই আমাদের কামনা।
তিনি আরও বলেন, এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে এবং তাদের উপস্থিতিতে এই সদকা ও দোয়া আমাদের জন্য বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। সারা দেশের মানুষ নেত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন আজ এই আয়োজন সেই উদ্বেগেরই মানবিক বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, জেলা ড্যাবের সদস্য ডা. আব্দুল আজিজ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মোঃ মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং যুবনেতা সুরুজ্জামান, নাঈম, পাপ্পু।
সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা বলেন, আপোষহীন নেত্রী জাতির অভিভাবক দেশনেত্রীর জন্য শুধু বিএনপি নয়, পুরো জাতি আজ উদ্বিগ্ন। মানবিক দিক থেকে তাঁর সুস্থতার জন্য সকলের একযোগে দোয়া করা উচিত।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পুরো অনুষ্ঠানস্থলের পরিবেশ ছিল শান্ত, হৃদয় ছোঁয়া এবং আল্লাহর রহমত প্রত্যাশায় ভরপুর।
নিউজ টা ছোট করে সাজিয়ে দেন