1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

সনাক-ইয়েস-এসিজি অভিজ্ঞতা বিনিময় সভা জামালপুরে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার শতাধিক নাগরিকের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জামালপুরে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করলেন শতাধিক নাগরিক। ২৭ নভেম্বর ২০২৫ জামালপুরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অডিটোরিয়ামে জামালপুরের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ এই অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর জেলার সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে। এতে সনাক ও সনাক’র তত্তাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটি ভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ(এসিজি)’র শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। 

সনাক সভাপতি শামিমা খান-এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি এ. কে. এম. আশরাফুজ্জামান স্বাধীন। সভায় টিআইবি সিভিক এনগেজমেন্ট বিভাগের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম দুর্নীতিবিরোধী আন্দোলন ও

সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। মুক্ত আলোচনায়  সনাক এর পক্ষ থেকে সনাক সদস্য অজয় কুমার পালমনোয়ারা খানমঅধ্যাপক কায়েদ উয জামানশর্মী চৌধুরীইয়েসের পক্ষ থেকে সাকিফ ভূইয়াসাজেদা আক্তার শিমলামো: জাকারিয়ালামিয়া আমিনএসিজি সদস্য মুন্নি খাতুনমোশারফ হোসেনকাউছার রহমানমোহাম্মদ আলী আসাদসুমাইয়া আক্তারশাকিলা জাহান বৃষ্টিসহ মোট ১৮ জন অভিজ্ঞতা বিনিময়সফলতা এবং করণীয় সর্ম্পকে মতামত প্রদান করেন।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে প্রতিষ্ঠানে স্টাফ সংকটনিয়মিত অভিভাবক সমাবেশ করানারী-পুরুষ আলাদা টয়লেটের ব্যবস্থা করাঅপর্যাপ্ত সেবা প্রাপ্তিপরিস্কার পরিচ্ছন্নতার ঘাটতিইয়েস সম্মেলন আয়োজনইয়েস-এসিজি প্রশিক্ষণ আয়োজন ইত্যাদি।

এর আগেসনাক কার্যক্রমের অর্জনচ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় তুলে ধরেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আরিফ হোসেন। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সভাপতি শামিমা খান সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান এবং ও স্থানীয় পর্যায়ে দুনীতিবিরোধী আন্দোলন বাস্তবায়নে সনাক-ইয়েস-এসিজি একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#   

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট