
মোঃ মিজানুর রহমান মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরের কাকশা গ্রামের ওয়াকফ এস্টেটের সম্পত্তি দেশীয় অস্ত্র সজ্জিত সন্ত্রাসী বাহিনি কর্তৃক সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গিয়েছে।
নওগাঁর নিয়ামতপুরের কাকশা গ্রামের ওয়াকফ এস্টেটের জমির মূল প্রজা মৃত সফিজ উদ্দিন সরদার তিনি সত্ত্ববান ও দখলীকার থাকাকালে তিনি নিঃসন্তান অবস্থায় মারা যান বলে জানা যায়।
সরজমিনে এবং মামলার নথির তথ্যনুযায়ী জানা যায় যে, সফিজ উদ্দিন সরদারের মৃত্যুর পর তার দুইভাই মৃত খয়াজ উদ্দিন সরদার ও মৃত আজিম উদ্দিন ওয়ারিশ থাকেন। খয়াজ উদ্দিন সরদার ও আজিম উদ্দিন সরদারের মৃত্যুর পর রহিম উদ্দিন, নাইমুদ্দিন, সোলেমান, আতাউর রহমান, হানুফা বেগম, এবং আয়েলা বেগম ওয়রিশ সূত্রে উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছেন।
গত ১৭/০৮/২০২৫ ইং তারিখ রবিবার সকাল বেলা ১১ঘটিকার সময় লোক মারফত খয়াজ উদ্দিন ও আজিম উদ্দিনের ওয়ারিশগন জানিতে পারেন যে, তাদের সম্পত্তি মৃত মফিজ উদ্দিন সোনার এর ওয়ারিশগন যথাক্রমে এমরান সরদার, এনামুল সরদার, ও মামুন সরদার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশিয় অস্ত্র, বল্লম ও লাঠি নিয়ে তদের সম্পত্তি জবরদখল করে হাল চাষ শুরু করেন। উক্ত ওয়ারিশগন এমন সংবাদ পাওয়ামাত্র ঘটনাস্থলে যান এবং ঘটনা সত্য দেখে তাৎক্ষনিক তাদের হাল চাষে নিষেধ করেন এবং সম্পত্তি খেকে সরে আসতে বললে উক্ত সন্ত্রাসীরা অস্ত্র উঠিয়ে খুন জখমের হুমকী প্রদান করেন। ভিত সন্ত্রস্ত ওয়ারিশগন প্রাণ ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে বাড়ি ফিরে আসেন।
পরবর্তীতে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় থানায় মামলা দায়েরের জন্য গেলে মামলা গ্রহনে অস্বীকৃতি জানায় এবং পরে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
ভূক্তভোগীরা জানান, মৃত মফিজ উদ্দিন সরদারের ওয়ারিশগন বিভিন্ন ভূল তথ্য দিয়ে আর এস খতিয়ান পরিবর্তন এবং তহশীল অফিসে এস এ খতিয়ান বিনিষ্ট করেন। সি এস খতিয়ানে সরিফ উদ্দিনের নাম থাকলেও বর্তমান খতিয়ানে সার্ভার ও অনলাইনে ডাটা নিবন্ধনের সময় সফিজ উদ্দিনের পরিবর্তে মফিজ উদ্দিনের নাম অন্তর্ভুক্ত করে নেন। ওয়াকফ ইসি নং ১১৩০২ যাহা সফিজ উদ্দিনের সম্পত্তি কিন্তু মফিজ উদ্দিনের ওয়ারিশগন মফিজ উদ্দিনের নামীয় দলিল উপস্থাপন করে সম্পত্তির জবরদখল করেন।
ভূক্তভোগী আর ও বলেন রাজশাহী ও মহাদেবপুর সবরেজিষ্ট্রি অফিসের সংরক্ষিত রেকর্ড যাচাই অন্তে দেখা যায় যে, দাতা- গ্রহীতার নাম সঠিক নয়।
উল্লেখ্য যে, গত ১৮/০৬/১৯২১ ইং তারিখের ২৯৪০/১৯২১ নং ওয়কফ দলিলের জাবেদা মোঃসেলিম কর্তৃক উত্তোলন পূর্বক প্রতিয়মান হয় যে, দলিলের দাতা ও গ্রহীতার সঙ্গে মফিজ উদ্দিনের ওয়ারিশদের উপস্থাপিত দলিলের দাতা- গ্রহীতার নামের কোন মিল নেই।
পক্ষান্তরে মৃত মফিজ উদ্দিনের ওয়ারিশ কর্তৃক এডিএম কোর্টে একটি মামলা করেন এবং মামলাটি বিজ্ঞ আদালত খারিজও করে দেয়।
তাদের উপস্থাপিত দলিলটি জাল বলে ভূক্তভোগীরা মনে করছেন এবং তাদের দলিলের কোনো ভলিউও নেই।
ভূক্তভোগী খয়াজ উদ্দিনের ওয়ারিশগন বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা ও আস্থাশীল। তাদের বিশ্বাস যে তারা সঠিক বিচার পাবে এবং বিজ্ঞ আদালত উক্ত সন্ত্রাসীদের শাস্তিমূলক ব্যবস্থা করবেন।