কামরুল হাসান
এসেছে নয়া জামানা এসেছে নয়া দানব
অস্থির বিশ^ রাহুর কবলে আজ মানব,
যুগের পর বদলায় যুগ কমেনা পেরেশান
দিনের পর দিন বেড়েই চলেছে হয়রান\
নতুন দিন নতুন শাসক আশা অফুরান
এই বুঝি হ’ল সকল মুছিবতের অবসান,
সে আশায় গুড়েবালি বাড়ে আরও হা-হুতাশ
চৌদিকে চেয়ে দেখি কেবল শুধুই সন্ত্রাস\
বেড়েছে ঢের দল বেড়েছে অগণিত নেতা
মঞ্চের ভাষণে ঝাড়ে কেবল বাহারি কথা,
নিজের জন্যই কেবল সবে মহাব্যস্ত সবাই
অন্যের লাগি ভাবার কোন ফুরসুরত নাই\
তাদের খুলেছে কপাল নাইকো কোন অভাব
পরের দু:খে মুখ ফেরানো পুরানো স্বভাব,
পরনির্ভর যারা অনন্যোপায় হয়ে তারা আজ
পেটের দায়ে মহাজনের তরে যাচে কাজ\