স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জে গার্মেন্টস কর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ(২৬ নভেম্বর) বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, রুবাইয়া আক্তার বিনা একজন নিরপরাধ শ্রমজীবী নারী ছিলেন। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ড সমাজে চরম নিরাপত্তাহীনতার প্রমাণ।
বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
উল্লেখ : গত (১৭ নভেম্বর) সোমবার দুপুরে গাজীপুরের বড়বাড়ি এলাকার একটি ভাড়া বাসায় রহস্যজনক মৃত্যু হয় বিনা আক্তারের।