
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীর শিবপুরে,আমতলা বিসিক শিল্পনগরীতে চৌধুরী নীটওয়ার লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৩ জন শ্রমিক এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর বিসিক শিল্পনগরী শাখার উদ্যেগে অদ্য ২৫ নভেম্বর ২০২৫ ইং মঙ্গলবার বিকেলে আমতলা বিসিক শিল্প নগরী জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর সদস্য সচিব আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা।আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক

মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শিল্পপতি মীর মোঃ রোমান মিয়া,আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ এর উপদেষ্টা ভিপি গোলাম রাব্বানী,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কিবরিয়া গাজী,পুটিয়া ইউপি সদস্য মোঃ রতন মিয়া,মান্নান ভূঁইয়া পরিষদ এর প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজী,সাবেক শ্রমিক নেতা মমিন মোল্লা।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০০০ ইং সালের ২৫ নভেম্বর চৌধুরী নিটওয়ার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৩ জন শ্রমিক নিহত হয়। নিহত শ্রমিকদের স্বরণে প্রতিবছর আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ এর পক্ষ থেকে আলোচনা সভা,দোয়া ও গণভোজ এর আয়োজন করে থাকেন।