
কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামের আল আযহার আইডিয়াল মাদরাসার উদ্যোগে ২২ নভেম্বর শনিবার সকালে ‘আন্তর্জাতিক ইসলামী শিক্ষা ব্যবস্থা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার’ এবং অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মো. আল আমিনের সঞ্চলনায় অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন-ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা-এর এভিপি কৃষিবিদ মো. মজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন-সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ (কৃষি) কৃষিবিদ ড. মো. আব্দুল মালেক,

জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন ও সান-শাইন ল্যাবরেটরী স্কুলের পরিচালক ও ঢাকা জর্জ কোর্ট-এর এ্যাডভোকেট মো. মোজাম্মেল হক প্রমুখ। অত:পর দ্বিতীয় পর্বে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন কৃতি শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তন্মধ্যে ট্যালেন্টপুলে ২ জন আর সব সাধারন গ্রেডে। উল্লেখ্য, শিক্ষার্থীদের পরিবেশনায় গজল, ইসলামী গান, শিশু বক্তার অভিনয়, ইংলিশে বক্তব্য এবং ইংলিশ ও আরবীতে কথপোকথন অতিথিসহ দর্শক-শ্রোতার মন-প্রাণ আকৃষ্ট করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আযহার আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ আলী মিয়া।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২