কামরুল হাসান
কিসের তরে করল তারা তাজা প্রাণ দান
কিসের নেশায় গাইল ভাই দ্বিগ বিজয়ের গান,
গানে গানে প্রাণে প্রাণে বহু প্রাণে মিলে
লক্ষ প্রাণের শক্তিকে তাই এক করে নিলে\
রফিক জব্বার বাদল দিনেশ সূর্যসেন আর ক্ষুদিরাম
ইতিহাসের পাতায় আছে আজও প্রীতি লতার নাম,
কি কারনে পাগল হয়ে জীবন করল দান
দেশ প্রেমের মায়ায় পড়ে রাখতে মায়ের মান\
তারাও ছাড়া ছিল কত তাগড়া নও জোয়ান
জানের মায়ায় ধনের মায়ায় হয় নি আগুয়ান,
সব কিছুকে তুচ্ছ করে যারা দেহ বিলালান
তাই তো তারা বিশে^র কাছে আজও মহিয়ান\