
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীর শিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় এর স্কুল ফিডিং কর্মসূচির প্রথম দিনেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয় এর শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ, অসন্তোষ হতাশা বিরাজ করছে। অদ্য ১৭ নভেম্বর সোমবার শিবপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর স্কুল ফিডিং কর্মসূচির প্রথম দিন ছিল। সমগ্র উপজেলার প্রাথমিক বিদ্যালয় এর কোমলমতি শিক্ষার্থীদের অধীর আগ্রহের দিন ছিল, তারা আজ খাবার পাবে।বিদ্যালয় এর শিক্ষকগনও উপজেলা শিক্ষা অফিসার এর নির্দেশে ১৬ নভেম্বর রবিবার শিক্ষার্থীদেরকে জানিয়ে দেন ১৭ নভেম্বর সোমবার স্কুল ফিডিং এর মাধ্যমে তাদের খাবার দেওয়া হবে। কিন্তু স্কুল ফিডিং এর খাবার শিবপুর উপজেলার সকল বিদ্যালয়ে পায়নি।অল্প কিছু বিদ্যালয়ে পেলেও যথা সময়ে পায়নি। তাও আবার দুটি খাবার এর মধ্যে কোন বিদ্যালয় পেয়েছে একটি খাবার। কোন বিদ্যালয় পেয়েছে দুটি খাবার। এর মধ্যে ১০% কম পেয়েছে।আজকের খাবারের মেনুতে ছিল দুধ আর রুটি। এর মধ্যে বনরুটির উৎপাদনের তারিখ ও মেয়াদের উত্তীর্ণের তারিখ সুস্পষ্ট লেখা নেই। এসব স্কুল ফিডিং কর্মসূচির খাবার কোন ঠিকাদার কে বা কারা বিতরণ করছে কেউ সঠিকভাবে বলতে পারছেনা। শিবপুর উপজেলায় ৯টি ইউনিয়ন ১ টি পৌরসভায় ১৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী দেখানো হয়েছে ২৩,৮৯৩ জন। এ ব্যাপারে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান খান জানান,দুটি খাবার এর মধ্যে একটি খাবার দেওয়া হয়েছে। খাবার দেরীতে দেওয়ার কারণে সময়মতো ছাত্রদের খাবার দেওয়া যায়নি।খাবার দেওয়া হয়েছে ১০% কম। শিবপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ জানান,তার বিদ্যালয়ে ১০% কমে দুটি খাবার দেওয়া হয়েছে। মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক মানিক মিয়া জানান,পূর্বে জানানো হয়েছে, ছাত্রদের খাবার দেওয়া হবে।আমার সন্তান বিদ্যালয়ে গিয়ে দুধ,রুটির মধ্যে শুধু রুটি পেয়েছে। ঐ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান,প্রথম লিফটের শিশু,প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা খাবার পায়নি। দ্বিতীয় শিফটের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা তিনটার সময় দুটির মধ্যে একটি খাবার দেওয়া হয়েছে। তাও আবার ১০% কম দেওয়া হয়েছে। দুলালপুর ইউনিয়নের সাতপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান ও গড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক জানান তাদের ইউনিয়নে কোন বিদ্যালয়ে খাবার দেওয়া হয়নি। এ জন্য তাদের বিব্রত হতে হয়েছে। স্কুল ফিডিং কর্মসূচির খাবার বিতরণের কোন ঠিকাদারের সাথে যোগাযোগ করা যায়নি শিবপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম জানান, কে বা কারা স্কুল ফিডিংয়ের খাবার দিচ্ছে আমরা কিছুই জানিনা। আজকে সকল বিদ্যালয়ে খাবার পায়নি। যা পেয়েছে তাও সময়মত পায়নি। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান,স্কুল ফিডিংয়ের খাবার কে বা কারা বিতরণ করবে,তা আমি অবগত নই। কেউ আমার সাথে যোগাযোগও করেনি। এ ব্যাপারে শিক্ষা অফিসারকে খোঁজ নিতে বলা হয়েছে।