
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় অভিশাপ হলো ক্ষমতার মোহ। ক্ষমতাই যেন আমাদের চোখে পরিয়ে দেয় এক অদৃশ্য পর্দা—যেখানে জনগণ থাকে দূরে, আর ব্যক্তিগত স্বার্থ চলে সামনে। অথচ রাষ্ট্রের আসল মালিক তো জনগণই। তাদের অধিকার রক্ষা করা কোনো উপকার নয়, এটা হলো শপথেরও আগে নেওয়া নৈতিক দায়।
আজ সময় এসেছে নতুন অঙ্গীকারের—
আসুন অঙ্গীকার করি, জনগণের অধিকার নিয়ে আমরা আর খেলবো না।
কারণ একবার যখন জনগণের অধিকার লঙ্ঘিত হয়, তখন শুধু একটি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না—আঘাত লাগে পুরো জাতির বিশ্বাসে। আর বিশ্বাস ভেঙে গেলে রাষ্ট্রচালনা হয় ফাঁপা কাঠামোর মতো, যেকোনো ঝড়ে ভেঙে পড়ে।
আমাদের রাজনীতিতে সমস্যা আমাদের প্রতিপক্ষ নয়, সমস্যা আমাদের মানসিকতা। আমরা ভাবি, আজ ক্ষমতায় আছি, তাই আইন-আদালত, ন্যায়-অন্যায়—সবই আমাদের ইচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু ইতিহাস অন্যকথা বলে।
যে ক্ষমতা ন্যায় রক্ষা করতে পারে না, সে ক্ষমতা শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই বাধ্য হয়।
তাই আসুন, রাজনীতি করি সৎভাবে।
রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে।
ক্ষমতা নয়, দায়িত্বকে সামনে রাখি।
অধিকার নয়, ন্যায়ের পথে হাঁটি।
যেদিন আমরা সত্যিকার অর্থে এই চেতনায় রাজনীতি শুরু করবো—
সেদিন এই দেশ বদলাবে, বদলাবে নেতৃত্ব, বদলাবে ভবিষ্যৎও।
শেষ কথা—
যতদিন জনগণ মালিক, ততদিন রাজনীতিকের কাজ হলো সেবক হওয়া।
জনগণের অধিকার নিয়ে খেললে, আদালতই শিক্ষা দেয়।
কিন্তু আমরা যেন আদালতের কাঠগড়ায় নয়—
জনগণের হৃদয়ে জায়গা করে নিতে পারি।
এই অঙ্গীকারই হোক নতুন রাজনীতির সূচনা।
আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা