
নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক ও টাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র সদস্য মরহুম নছিম উদ্দিন মাষ্টার ঘুঘুরাকান্দি, মালগুদাম বন্দেরবাড়ী নিবাসী ১১/১১/২০২৫ তারিখে মৃত্যু বরন করায় সংগঠনের কল্যান তহবিল হতে তার পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
রবিবার সকালে জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র প্রধান কার্যালয় ছনকান্দা ফেরীঘাটে ইউনিয়নের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে এই চেক হস্তান্তর করা হয়। সভাপতি আঃ মোত্তালেব জানান, আমাদের পূর্বঘোষিত কল্যাণ তহবিলের অনুদান সদস্য মৃত পরিবারের মাঝে দ্রুত সময়ের মধ্যে প্রদান করা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নই এই চেক হস্তান্তর।