সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর–কামারখন্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর ) সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিয়ামতপুর গ্রামে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন। এসময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে টুকুর উন্নয়ন ভাবনা ও দলের নির্বাচনি অঙ্গীকার তুলে ধরেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, গ্রামবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয়। তারা আশা প্রকাশ করেন, টুকু ভাই জাতীয় সংসদে নির্বাচিত হলে এলাকার অবহেলিত খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করবেন।
লিফলেট বিতরণের সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ও উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, মাঠপর্যায়ে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও জোরদার করা হবে।