কামরুল হাসান
কর্মের গুণে কর্মী মোরা
কর্ম করে খাই,
কর্মের খুঁজে হন্যে হয়ে
এ দিক ও দিক যাই\
ধর্মের চেয়ে কর্ম বড়
কর্মের চেয়ে কিছু নাই,
আবার কর্মের গুণেই
সবে অকাজ করে বেড়াই\
খোশ আমেজে দম্ভ ভরে
মোরা ছাতি উঁচিয়ে ঘুরি,
বাহাদুরিতে ব্যস্ত অনেক
সদা অস্থির বড় মন\