কামরুল হাসান
পারি নামের এক প্রেয়সী নারী
ছলনার মোহে ফেলে করিল বশ,
না বুঝে তার ছল চাতুরী
খোয়ালাম সব খ্যাতি মান যশ\
আমি তার আপন হই অতি
সেও খুব আপন হয় মোর,
সহসাই ভাঙিল ঘুম জাগিল মতি
চমকে চেতন পেয়ে কাটিল ঘোর\
খুঁজিতে লাগিলাম তার অতীত ইতিহাস
পাইলাম খুঁজে কালিমাখা তথ্য কত,
গোপন বিষয় যখন হইল ফাস
সহিলাম হুমকির বাণ বোকার মত\
দিনটি ছিল চব্বিশের নভেম্বরের এগারো
কষ্টে আমি নিশিদিন করি হা-হুতাশ,
বছর ঘুরে ফিরে এলো আবারো
পালিলাম তাই প্রথম হুমকির দিবস\