নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক ও টাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০'র সদস্য মরহুম তুলা ড্রাইভারের (পিংনা) পরিবারকে কল্যান তহবিল অনুদানের পঞ্চাশ হাজার টাকার চেক তার ছেলে তুষারের নিকট হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সদস্য মরহুম আমজাদ হোসেন উত্তর কাঠারবিল দেওয়ানগঞ্জ তার পরিবারকে কল্যান তহবিল হতে পঞ্চাশ হাজার টাকার চেক তার স্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।
জামালপুর জেলা ট্রাক ট্যাঙ্কলড়ী কভার্ডভ্যান মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০'র প্রধান কার্যালয় ছনকান্দা ফেরীঘাটে ইউনিয়নের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বুধবার সকালে মৃত দুই সদস্য পরিবারের মাঝে কল্যাণ তহবিলের অনুদান বাবদ এই চেক হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে সভাপতি আঃ মোত্তালেব জানান, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী মৃত সদস্য পরিবারের মাঝে কল্যাণ তহবিলের অনুদান দ্রত সময়ের মধ্যে হস্তান্তর করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা হলে তারা জানান, আগে কল্যাণ তহবিলের অনুদান পেতে বছরের পর বছর সময় চলে যেতো। আঃ মোত্তালেব সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকে কল্যাণ তহবিলের অনুদান দ্রত সময়ের মধ্যে মৃত সদস্য পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। আমরা অনেক খুশি।