নিজস্ব প্রতিবেদক
একটা বিষয় আজ স্পষ্ট হয়ে গেছে—এদেশের মাটির মমতার চেয়ে ক্ষমতার মোহই এখানে বেশি দামি। যে দেশ একসময় ভালোবাসা, সহানুভূতি আর প্রতিবেশী সম্পর্কের গল্পে ভরপুর ছিল, সেই দেশের মানুষ আজ ক্ষমতার দৌড়ে মানবিকতা হারিয়ে ফেলেছে। রাজনীতি এখন সেবার নয়, দখলের প্রতিযোগিতা; নেতৃত্ব এখন দায়িত্ব নয়, প্রভাব খাটানোর হাতিয়ার।
এই বাস্তবতা কেবল রাজনীতির অঙ্গনেই নয়, সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। একসময় মানুষ মানুষের পাশে দাঁড়াতো নিঃস্বার্থভাবে, আজ পাশে দাঁড়ায় হিসাব কষে। ক্ষমতার আশীর্বাদ বা লাভের আশায় মানুষ অন্যায়ের পক্ষে সাফাই দেয়, সত্যের মুখে কাদা ছোড়ে। মাটির গন্ধ, মানুষের প্রতি টান, এইসব আবেগ আজ যেন পুরোনো গল্পের বইয়ে বন্দি হয়ে গেছে।
ক্ষমতার মোহ মানুষকে এমন অন্ধ করে দেয় যে সে ভুলে যায়—ক্ষমতা চিরস্থায়ী নয়, অথচ মানবতা চিরন্তন। যাদের হাতে ক্ষমতা, তারা ভাবে এদেশ তাদের সম্পত্তি; অথচ এই মাটি একদিন সবার বিচার করবে। ইতিহাস কখনো ক্ষমতাবানদের অন্যায়ের গল্প ভুলে যায় না।
এদেশের মানুষ এখন এক নতুন সংকটে—নৈতিকতার সংকটে। সমাজে ক্ষমতালোভী মানুষ যত বাড়ছে, মমতা ততই হারিয়ে যাচ্ছে। অথচ এই মাটির আসল শক্তি ছিল তার মানুষ, তার মানবিকতা। যদি সেই শক্তি নষ্ট হয়ে যায়, তবে ক্ষমতার দম্ভও টিকবে না।
সময় এসেছে—ক্ষমতার মোহে নয়, মাটির মমতায় ফিরে আসার। কারণ এই মাটিই আমাদের জন্ম দিয়েছে, আশ্রয় দিয়েছে, আর শেষমেশ এই মাটিই আমাদের শেষ ঠিকানা। মাটির প্রতি, মানুষের প্রতি, সত্যের প্রতি দায়বদ্ধ না হলে কোনো ক্ষমতাই টিকবে না, কোনো সমাজই টিকবে না।
🔸 শেষ কথা:
যেদিন মানুষ ক্ষমতার আগে মানবিকতাকে বেছে নিতে পারবে, সেদিনই আমরা সত্যিকারের স্বাধীন হবো—মননে, চিন্তায় আর আচরণে।
আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা