নাজমুল হাসান রাজ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলালের বাসিন্দা ও বিএনপি নেতা মোঃ ফরহাদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ফরহাদ হোসেনের আবেদন ও আত্মপক্ষ সমর্থনের প্রেক্ষিতে জেলা বিএনপি বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।
দলীয় সিদ্ধান্ত মোতাবেক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, ভবিষ্যতে যদি ফরহাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি বা ফ্যাসিবাদের দোসরদের সাথে কোনো প্রকার আঁতাতের অভিযোগ ওঠে, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই তথ্যটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, যিনি আনুষ্ঠানিকভাবে চিঠিটি প্রেরণ করেন।