নিজস্ব প্রতিবেদক
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, আগামী ১০ নভেম্বর যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিলে কারখানা কর্তৃপক্ষ ফের উৎপাদনে যাবে। এ বিষয়ে যমুনা সার কারখানা কতৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা হলে তারা এমনটি জানিয়েছেন।

প্রধান অতিথির ভাষণে তিনি আরো বলেন- আগামী দিনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সরিষাবাড়ীতে বন্ধ সকল কল কারখানা চালু করা হবে।
৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে জামালপুরের শিল্পাঞ্চল খ্যাত তারাকান্দি ট্রাক পরিবহন মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।
শামীম তালুকদার আরও বলেন, বিগত সরকারের আমলে জামালপুরের একজন এমপি যিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন। তিনি একের পর এক সরিষাবাড়ীসহ দেশের সকল পাট কলকারখানা বন্ধ করে দেন। রাতের আঁধারে নিলামের নামে সব কারখানা বিক্রি করে দিয়ে গেছেন। যমুনা সারকারখানায় মেরামতের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছেন তারা।
তিনি বলেন, বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টা আব্দুস সালাম তালুকদার এই যমুনা সারকারখানায় মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। অনেক পাটকল চালু করেছিলেন। এই এলাকায় হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করত এখান থেকে। কিন্তু তারা ক্ষমতায় এসে সকল কারখানা বন্ধ করে দিয়েছে। হাজার হাজার শ্রমিক এখন বেকার। তারা মানবেতর জীবনযাপন করছেন।
তিনি আরও বলেন, বিগত সরকার মানুষের উপর জুলুম করা ছাড়া কিছুই করতে পারিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অমানুষিক নির্যাতন করেছে তারা। তাদের অত্যাচারে মানুষ রুখে দাঁড়িয়েছিল। অত্যাচারীর বিচার মানুষ করবেই।
শামীম তালুকদার বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীদিনে দেশ পরিচালিত হবে। দেশের মানুষ এই ৩১ দফা ইতিমধ্যে গ্রহণ করেছেন । দেশের জনগণ ভোটের অপেক্ষায় রয়েছে শুধু।
এ সময় সরিষাবাড়ী আসনে তাকে বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত করায় বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় বিএনপির সকলস্তরের নেতৃবৃন্দের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সাথে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে এই আসনে ধানের শীষ বিজয় করে আসনটি উপহার দিবেন বলে অঙ্গীকার করেন তিনি।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মোঃ সুরুজ মিয়া, রাশেদুজ্জামান লিটন ফকির, তোফাজ্জল হোসেন ডিলার, জাহাঙ্গীর আলম, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হীরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, চান মিয়া চানু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবকদলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভাটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু।