
কামরুল হাসান:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাধীন বিএডিসি নিয়ন্ত্রিত মালতি হিমাগারের অধীন ৩শ’১৫ একর জমিতে বীজ আলু রোপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
হিমাগার সূত্রে জানা যায়, বিএডিসি নিয়ন্ত্রিত মালতি হিমাগারের অধীন ৩০টি বøকের মোট ১৩২ জন

চুক্তিবদ্ধ কৃষক তাদের ৩শ’১৫ একর জমিতে বীজ আলু রোপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এতে বিভিন্ন জাতের প্রায় ২শ’২০ মে.টন বীজ আলু রোপিত হবে। জাতগুলোর মধ্যে-ডায়মন্ড, এস্টারিস্ক, সানশাইন, ল্যাভেলা ও অ্যালুইটি উল্লেখযোগ্য। বলে রাখা ভালো যে, রোপনের পূর্ব নির্ধারিত সময় সীমা ছিল ১ নভেম্বর-২৫ হতে ৩১ নভেম্বর-২৫ পর্যন্ত।

কিন্তু ৩১ অক্টোবর-২৫ হতে ২ নভেম্বর-২৫ পর্যন্ত দেশব্যাপী ভারী বৃষ্টিপাত থাকায় রোপন কার্যক্রম বিলম্বিত হয়। অপর দিকে খোলা বাজারে প্রতি কেজি আলুর বর্তমান দাম ৮-১০ টাকা। পক্ষান্তরে বিএডিসি’র প্রতি কেজি বীজ আলুর বর্তমান দাম ৩১-৩২ টকা। এতেও বীজ আলু রোপনের ক্ষেত্রে আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। তবে আবহাওয়া ভালো থাকলে আগামী ১৫ নভেম্বর/২৫ হতে শুরু হয়ে ৩১ নভেম্বর/২৫ -এর মধ্যেই রোপন কার্য সমাপ্ত হবে বলে আশা করছেন হিমাগার কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বিএডিসি নিয়ন্ত্রিত মালতি হিমাগারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে পূর্ব নির্ধারিত সময়ে রোপন কাজ শুরু করা সম্ভব হয়নি। এ ছাড়া বীজ আলুর মূল্য পূর্ব অপেক্ষা বৃদ্ধি পাওয়ায় কৃষক পর্যায়ে আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। তবে সব ঠিক থাকলে- আশা করা যায়, এবার ১ হাজার ৭শ’ ৩২ মে. টন বীজ আলু উৎপাদিত হবে।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২