প্রদীপ চন্দ্র মম
অন্তহীন উৎকণ্ঠায় কাটে রাত্রি—
স্বাধীনতার মানচিত্রে দেখি নতুন শৃঙ্খল জেগে ওঠে।
সত্য বলা মানেই এখন মৃত্যুকে চুম্বন করা,
আর মিথ্যে হাসে আদালতের মঞ্চে—
বিচারের পোশাকে অবিচার করে উৎসব।
চালের দাম ছুঁয়েছে আকাশ,
মানুষ এখন শুধু পরিসংখ্যান।
বাজারে নয়, বিক্রি হয় বিবেক—
অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি পুরো জাতি।
সাধারণ মানুষ আজ বন্দি
নেতার চাঁদাবাজি, সন্ত্রাসীর ছায়ায়,
যেখানে ভয়ই জীবন,
আর জীবন মানে অনিশ্চয়তা।
আমি জানি না— বাঁচবো নাকি মরবো,
কারণ মৃত্যু এখন শুধু কবরের নয়,
সে থাকে প্রতিটি সকালে খবরের পাতায়,
প্রতিটি রাতে নিঃশব্দ দরজায় কড়া নাড়ে।
আবারো দেখি—
পুরানো হায়নার দল ফিরে এসেছে,
তাদের চোখে রক্তচোখের লোভ, হাতে স্বাধীনতার মানচিত্র।
তারা ছিঁড়ে নেয় আমার আকাশ,
তবু আমি চুপ করে থাকি না—
আমি লিখি,
আমি বলি,
আমি দাঁড়াই—
কারণ নীরবতা মানে এখন অপরাধ।
এই দেশ আমার—
তার মাটিতে রক্ত মিশে আছে আশার,
তার বাতাসে এখনো ঘুরে বেড়ায় মুক্তির গান।
যতদিন কলম বাঁচে,
ততদিন আমি বলব—
“ভয় পেও না মানুষ, সত্য এখনো জীবিত আছে!”
০৭/১১/২০২৫ খ্রিঃ।