
কামরুল হাসান
পিথ্বী ভর আছে দেখ কত্ত নর-নারী
কেউবা নকল আবার কেউবা দেখ আসল,
নিজের বেলায় ফোটায় যত্ত কথার ফুলঝুরি
আবার কেউবা গুনে সাচা কথায় মাসল\
সাব¦াশ! তুমি লেখে গেছ এমন কবিতা
অধম ভালুক আর সিংহের বাঁচার ধরন,
দৃষ্টান্তে তোমার লুকায় মুখ লাজে সবিতা
ইতিহাসে স্বাক্ষী তার ‘সমুদ্রের প্রতি রাবন’\
ধন্য তোমার সেই বুলেট মার্কা বুলি
কথা নয় শুধু এ যেন যাদু,
কেউ নয় আর এতে তোমার তুলি
ধন্য কবি তুমি খাঁটি নর মধু\