কামরুল হাসান
বর্ষ পঞ্জির মাস সবে বারো
এলো দুই হাজার চব্বিশ সাল,
দিনটি ছিল নবেম্বরের ঠিক এগারো
জীবন পঞ্জির মহা এক কাল \
নেবার বেলায় সাড়ে ষোল আনা
সখি আমার তুমি বেজায় চতুর,
দেবার নেই কড়ি এক কানা
পাল্লায় পড়ে তাই হলেম ফতুর \
হঠাৎ তুমি এক ভেক ধরে
কটু কথা আর হুমকির বানে,
চড়াও হলে বেশ আমার প’রে
এ সবের কোনই হয় না মানে \