নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ অপেক্ষা ও অভ্যন্তরীণ নানা জটিলতা কাটিয়ে অবশেষে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে, দলীয় সভা ও মনোনয়ন বোর্ডের বৈঠকে তার নাম সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে।
দলীয় মনোনয়ন প্রাপ্তির খবর নিশ্চিত করে ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, সরিষাবাড়ীর প্রতিটি নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা জনগণের ভোটে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করব।”
গত কয়েক সপ্তাহ ধরে এই আসনে মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও গ্রুপিং দেখা দিয়েছিল। একাধিক প্রার্থী মাঠে সক্রিয় থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে শামীমের মনোনয়ন ঘোষণার পর কর্মী–সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, ফরিদুল কবীর তালুকদার শামীম সরিষাবাড়ী উপজেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি ছাত্রদল থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তার প্রভাবশালী অবস্থান এবং সংগঠনের প্রতি আনুগত্যই এবার তাকে মনোনয়ন এনে দিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।