
সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ও সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জহুরুল ইসলাম (মেম্বার) কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
গত কাল রোববার (২৬ অক্টোবর) বিকালে সেলিম রেজাকে নিজ বাসা থেকে ও জহুরুল ইসলাম মেম্বারকে সন্ধ্যায় চর জামিরা বাজারের দক্ষিণ পাশে থেকে গ্রেপ্তার করা হয়।
আটকদের সোমবার (২৭ অক্টোবর) সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, জুলাই-আগস্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেলিম রেজা ও জহুরুল ইসলাম মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালাতে সোপর্দ করা হয়েছে জানিয়েছে।