নিজস্ব প্রতিবেদক
জামালপুর–৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে দলটির স্থানীয় রাজনীতিতে গ্রুপিং ও অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে। মনোনয়ন প্রত্যাশী দুই প্রভাবশালী নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। এতে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
একটি গ্রুপের নেতৃত্বে আছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুনী।
দলীয় সূত্রে জানা যায়, ফরিদুল কবীর তালুকদার শামীম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন। দলের কঠিন সময়ে হামলা-মামলা মোকাবিলা করে সংগঠন ধরে রেখেছেন তিনি। তাঁর নেতৃত্বে জামালপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল রয়েছে।
দলের প্রতি তাঁর এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, “দলের দুঃসময়ে যিনি মাঠে ছিলেন, তিনিই আমাদের প্রকৃত নেতা। শামীম তালুকদারই জামালপুরে বিএনপির প্রাণ।” তাঁদের দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদুল কবীর তালুকদার শামীমকে দলের প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা

অন্যদিকে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুনী সম্প্রতি সরিষাবাড়ী রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পারিবারিক ঐতিহ্যের সূত্রে তিনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে স্থানীয় কিছু নেতাকর্মীর অভিযোগ,
“দলের দুর্দিনে তিনি রাজনীতির মাঠে ছিলেন না। এখন সুসময়ে এসে বাবার নাম ভাঙিয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এতে দল ভেতর থেকেই বিভক্ত হচ্ছে।”
সরেজমিনে দেখা গেছে, সরিষাবাড়ীতে এখন বিএনপির দুই গ্রুপের অনুসারীরা প্রকাশ্যেই অবস্থান নিচ্ছেন। মিছিল, সভা–সমাবেশ এমনকি দলীয় কর্মসূচিতেও বিভাজনের চিত্র স্পষ্ট। পরিস্থিতি সামাল দিতে উপজেলা পর্যায়ের নেতারা একাধিকবার বৈঠক করলেও দ্বন্দ্ব মেটেনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভ্যন্তরীণ বিভক্তি অব্যাহত থাকলে বিএনপির নির্বাচনী প্রস্তুতি বাধাগ্রস্ত হতে পারে।
জামালপুর জেলা বিএনপির সূত্র জানায়, বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় দপ্তরে পৌঁছেছে। কেন্দ্রীয় নেতৃত্ব জামালপুর–৪ আসনের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
নাম প্রকাশ না করার শর্তে জামালপুর জেলা বিএনপির প্রভাবশালী এক নেতা জামালপুর সংবাদ২৪.কম'কে বলেন, “কেন্দ্র চায় ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে। তবে গ্রুপিং রাজনীতি যদি না থামে, তাহলে এটি দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে।”
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ সুরুজ মিয়া বলেন- মনোনয়ন ঘিরে এই টানাপোড়েন এখন সরিষাবাড়ীর রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত ও তৃণমূলের প্রতিক্রিয়া—দুয়ের ভারসাম্য বজায় রাখাই বিএনপির জন্য এখন বড় চ্যালেঞ্জ। তিনি আরো বলেন- সরিষাবাড়ীতে বিএনপির রাজনীতি মানেই শামীম তালুকদার।