
প্রদীপ চন্দ্র মম
মানুষ এখন হেঁটে চলে আগুনের পথ ধরে—
চোখে মোবাইলের আলো, মনে অন্ধকার।
দেশের আকাশে ঝুলে থাকে প্রতিশ্রুতির ব্যানার,
মাটিতে ছড়িয়ে থাকে ক্ষুধার কাগজপত্র।
রাস্তায় যে মানুষ ভাত চায়,
সে-ই ভোটের দিনে হয়ে যায় ক্ষমতার প্রতীক।
তারপর হারিয়ে যায় স্লোগানের ভেতর—
যেন নোনা জলে ভেসে থাকা নামহীন মানুষ।
তবু এই দেশ এখনো দাঁড়িয়ে—
একটি নারীর হাতের ভেজা অশ্রুতে,
একটি শিশুর খাতার কোণে আঁকা পতাকায়,
একজন শ্রমিকের ঘামে ভেজা প্রার্থনায়।
এদিকে বিশ্ব পুড়ছে—
গাজা থেকে ইউক্রেন, আফগানিস্তান থেকে পাকিস্তান।
যুদ্ধের আগুনে মানুষ খুঁজে পায় না মানুষকে,
শুধু শোনে “ন্যায়” নামে বারুদের সুর।
বাংলাদেশে নদী হারায় নিজস্ব পথ,
আকাশে ধোঁয়া, মাটিতে প্লাস্টিকের ফুল।
তবু মসজিদের মিনার, মন্দিরের ঘণ্টা,
কোনো এক কবির কলম—
এখনো বলে নিঃশব্দে:
“বিবেক মরে না, সে ঘুমায় মাত্র।”
তাই আজ—
যদি তুমি জেগে ওঠো এক মুহূর্ত,
হয়তো পৃথিবী বদলাবে একটু,
যেমন সূর্য ওঠে ধীরে,
তবু প্রতিবার নতুন করে আলো ছড়ায়।
২৬/১০/২০২৫ খ্রিঃ।