1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোল আলুর দামে গোলমাল : কৃষকদের মনে পাকাচ্ছে গন্ডগোল জামালপুর জেলা ট্রাক-ট্যাঙ্জলড়ী, কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র মৃত সদস্য পরিবারের মাঝে চেক বিতরণ ভালো নির্বাচন না হলে সরকার টিকবে না—বর্তমান প্রজন্ম মেনে নেবে না গণঅধিকার পরিষদের তারুণ্যের প্রতীক আবুল হোসেন জীবন, হবিগঞ্জ-১ এ নতুন সমীকরণের কেন্দ্রবিন্দু হুমকি! তারুণ্যের চোখে ডোমার’ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন সরিষাবাড়ীতে বিএনপির মনোনয়ন পেলেন ফরিদুল কবীর তালুকদার শামীম শ্রীমঙ্গলে জনতা ব্যাংকের ঋণ আদায়ে সাফল্য, তরুণ প্রজন্মকে সচেতন করছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক জামালপুরের অধিপরামর্শ সভা মানসম্মত ভূমিসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নরসিংদী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার ১৫ সদস্য কমিটি গঠন

এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারায় মামলা প্রতারক ফকির বাসফোরকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন পাদতলা নিবাসী কালিয়া বাসফোরের ছেলে ফকির বাসফোর (৪৩)-এর বিরুদ্ধে সদর কোর্টে অর্থ হাওলাদ সংক্রান্ত চেক ডিজঅনার মামলা হয়। এ ঘটনায় এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারা মতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক ফকির বাসফোর বর্তমানে পলাতক রয়েছে। তাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।
মামলা সূত্রে জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন পাদতলা নিবাসী কালিয়া বাসফোরের ছেলে ফকির বাসফোর (৪৩) বিগত ২০২১ সালের ৪ জানুয়ারী একই জেলার সদর উপজেলাধীন দিগপাইত ইউনিয়নের দিগপাইত নিবাসী নারায়ন চন্দ্র বিশ^াসের ছেলে মুকুল চন্দ্র বিশ^াসের নিকট হতে ব্যবসার জন্য ৩ (তিন) লাখ টাকা হাওলাদ নেয়। সদর উপজেলাধীন দিগপাইত ইউনিয়নের দিগপাইত নিবাসী সন্তোষের ছেলে নয়নের মাধ্যমে উল্লেখিত অঙ্কের টাকা নেয়। অবশ্য সে সময় স¦াক্ষীদের মোকাবেলায় একশত পঞ্চাশ টাকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে নাম দস্তখতও করে। কিন্তু সময় মত ওই টাকা ফেরত দিতে না পারায় ২০২৩ সালের ৯ অক্টোবর চেক প্রদান করে। যাতে সোনালী ব্যাংক লি:, মেডিকেল রোড, জামালপুর শাখার হিসাব নং ২৬১৪৬০১০০৩০০১ উপর ইস্যুকৃত গদ/১০ নং ১৬৮৩৮৭৬ পাতায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকাসহ ভিকটিমের নাম উল্লেখ আছে। কিন্তু ২০২৩ সালের ১৪ নবেম্বর চেকটি ডিজঅনার হয়। ওই দিনই ফকির বাসফোরের সাথে যোগাযোগ করলে সে অর্থ গ্রহনের বিষয়টি অস্বীকার করে। তাই ভিকটিম ২০২৪ সালের ১০ জানুয়ারী প্রতারক ফকির বাসফোরের নামে লিগ্যাল নোটিশ প্রেরন করে। এতে সে কোন প্রকার সাড়া না দেয়ায় ১৯/০২/২০২৪ তারিখে সদর কোর্টে অর্থ হাওলাদ সংক্রান্ত চেক ডিজঅনার মামলা হয়। এ ঘটনায় এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারা মতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক ফকির বাসফোর বর্তমানে পলাতক রয়েছে। উল্লেখ্য, প্রতারক ফকির বাসফোর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লোকের কাছ থেকে নানা কারনে লাখ লাখ টাকা নিয়ে ঘন ঘন ঠিকানা বদলায়ে আত্ম গোপনে থাকে। তাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট