1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এসএসসি-৮৬ ব্যাচ-এর চল্লিশ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান নরসিংদীর পুলিশ লাইন্স পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল ফারুক শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেবার দাবীতে মণিরামপুরে বিএনপির অর্ধলক্ষ নেতাকর্মীর বিক্ষোভ সমাবেশ গোদাগাড়ীতে মাদকের নীল ছোবল: ধ্বংসের মুখে যুবসমাজ, নেপথ্যে ধরাছোঁয়ার বাইরের ‘মাদক সম্রাটরা’ রাজশাহীতে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোদাগাড়ীর বরেন্দ্র অঞ্চলে আলু চাষে বিপ্লব, নেপথ্যে বাড়তি খরচের ভারে নুইয়ে পড়ছে কৃষকের স্বপ্ন ভালো রাজনীতি প্রতিষ্ঠিত করতে হলে ভালো রাজনীতিবিদই লাগবে—এই কথাটি শুধু একটি নৈতিক উচ্চারণ নয়, এটি একটি বাস্তব রাজনৈতিক সত্য আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! আরশ : বাঁচিয়া প্রমাণ করিল সে মরে নাই! হলোনা ন্যায় বিচার -আল আমিন মিলু

এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারায় মামলা প্রতারক ফকির বাসফোরকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন পাদতলা নিবাসী কালিয়া বাসফোরের ছেলে ফকির বাসফোর (৪৩)-এর বিরুদ্ধে সদর কোর্টে অর্থ হাওলাদ সংক্রান্ত চেক ডিজঅনার মামলা হয়। এ ঘটনায় এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারা মতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক ফকির বাসফোর বর্তমানে পলাতক রয়েছে। তাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।
মামলা সূত্রে জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন পাদতলা নিবাসী কালিয়া বাসফোরের ছেলে ফকির বাসফোর (৪৩) বিগত ২০২১ সালের ৪ জানুয়ারী একই জেলার সদর উপজেলাধীন দিগপাইত ইউনিয়নের দিগপাইত নিবাসী নারায়ন চন্দ্র বিশ^াসের ছেলে মুকুল চন্দ্র বিশ^াসের নিকট হতে ব্যবসার জন্য ৩ (তিন) লাখ টাকা হাওলাদ নেয়। সদর উপজেলাধীন দিগপাইত ইউনিয়নের দিগপাইত নিবাসী সন্তোষের ছেলে নয়নের মাধ্যমে উল্লেখিত অঙ্কের টাকা নেয়। অবশ্য সে সময় স¦াক্ষীদের মোকাবেলায় একশত পঞ্চাশ টাকা ননজুডিশিয়াল স্ট্যাম্পে নাম দস্তখতও করে। কিন্তু সময় মত ওই টাকা ফেরত দিতে না পারায় ২০২৩ সালের ৯ অক্টোবর চেক প্রদান করে। যাতে সোনালী ব্যাংক লি:, মেডিকেল রোড, জামালপুর শাখার হিসাব নং ২৬১৪৬০১০০৩০০১ উপর ইস্যুকৃত গদ/১০ নং ১৬৮৩৮৭৬ পাতায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকাসহ ভিকটিমের নাম উল্লেখ আছে। কিন্তু ২০২৩ সালের ১৪ নবেম্বর চেকটি ডিজঅনার হয়। ওই দিনই ফকির বাসফোরের সাথে যোগাযোগ করলে সে অর্থ গ্রহনের বিষয়টি অস্বীকার করে। তাই ভিকটিম ২০২৪ সালের ১০ জানুয়ারী প্রতারক ফকির বাসফোরের নামে লিগ্যাল নোটিশ প্রেরন করে। এতে সে কোন প্রকার সাড়া না দেয়ায় ১৯/০২/২০২৪ তারিখে সদর কোর্টে অর্থ হাওলাদ সংক্রান্ত চেক ডিজঅনার মামলা হয়। এ ঘটনায় এন আই এ্যাক্ট-এর ১৩৮ ধারা মতে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ওয়ারেন্টভুক্ত আসামী প্রতারক ফকির বাসফোর বর্তমানে পলাতক রয়েছে। উল্লেখ্য, প্রতারক ফকির বাসফোর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লোকের কাছ থেকে নানা কারনে লাখ লাখ টাকা নিয়ে ঘন ঘন ঠিকানা বদলায়ে আত্ম গোপনে থাকে। তাই আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট