1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। ‘

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রেসক্লাব চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ছয়জনের পরিবারকে ২০ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এছাড়া, কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট