নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জাতি গড়ার কারিগর শিক্ষকদের ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এর নেতৃত্বে প্রতিনিধি দল মাননীয় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর চেম্বারে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি হস্তান্তর করেন।
জেলা প্রশাসক শিক্ষকদের দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী বেগ, জেলা কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আস আদুল্লাহ, মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি মোঃ সিতাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা সেক্রেটারি মোঃ শাহীন মিয়া, কিন্ডারগার্টেন জেলা সভাপতি হাবিবুর রহমান হারিস, এবং আদর্শ শিক্ষক পরিষদ বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে প্রফেসর মামুনুর রশিদ বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি আমরা সমর্থন করি। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”